Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Mollahat Upazilla selected for digital bhata system at the Upscaling phase
Details
বর্তমান ডিজিটাল প্রযুক্তি বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় প্রায় ৬৪ লক্ষ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা প্রদান করা হচ্ছে। যা পর্যায়ক্রমে ডিজিটাল পদ্ধতিতে, ভাতাভোগীর দোরগোড়ায় পৌছিয়ে দেওয়া হবে। যার কার্যক্রম পাইলট বেসিসে বিগত ১৭ জুন ২০১৮ মাননীয় প্রধানমন্ত্রী একযোগে ৪টি জেলার প্রায় দেড় লক্ষ মানুষকে এক ক্লিকের মাধ্যমে সকল ভাতাভোগীর মোবাইলে পাঠিয়ে দেন। এরই ধারাবাহিকতায় ২য় ধাপে আরো ১২ টি জেলাকে নির্বাচন করা হয়। বাগেরহাট জেলা ২য় ধাপের এই ডিজিটালাইজেশনের আওতায় পড়েছে এবং ইতোমধ্যে মোল্লাহাট উপজেলার সমাজসেবা কর্মকর্তাসহ সকল ইউনিয়ন সমাজকর্মীদের প্রশিক্ষণ সম্পূর্ন হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতরের সার্বিক তত্বাবধানে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের a2i এর সহযোগিতায় একার্যক্রম দ্রুত সম্পূর্ণ হবে বলে উপজেলা সমাজসেবা কার্যালয়, মোল্লাহাটের সকলের আশাবাদ ব্যক্ত করেছে।
Images
Attachments
Publish Date
18/10/2018
Archieve Date
31/12/2019